জবি রোভার স্কাউটসের তিনদিন ব্যাপি দীক্ষা ক্যাম্প শুরু

প্রকাশ: ২০১৫-১১-১৯ ১৮:০৭:৫৫


JNU.Roverজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউটস গ্রুপ ২০১৫ইং এর তিনদিন ব্যাপী বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বিশ^বিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ প্রাঙ্গনে দুপুর ২টায় জাতীয় পতাকা ও রোভার স্কাউটস পতাকা উত্তোলনের মাধ্যমে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

এ দীক্ষা অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য ও জবি রোভার স্কাউটস গ্রুপের গ্রুপ সম্পাদক অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান খন্দকার।

 এরপর বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, গ্রুপ সম্পাদক অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান খন্দকার, প্রক্টর ড. নূর মোহাম্মদ, রোভার স্কাউট লিডার মো. আবু সালেহসেকেন্দার, মিন্টু অলী বিশ্বাস ও তাসলিমা ইসলাম রোভারদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জবি রোভার স্কাউটসের গ্রুপ সম্পাদক বাংলাদেশ স্কাউটসের ট্রেনিং টিমের সদস্য মনোনীত হওয়ায় তাকে বাংলাদেশ স্কাউটস প্রদত্ত জাতীয় স্কার্ফ পরিয়ে দেন উপাচার্য।

তিনদিন ব্যাপী এই অনুষ্ঠানে নতুনকরে ১১ জন মেয়েসহ ৬০ জন রোভার সহচর দীক্ষা গ্রহণের মাধ্যমে জগন্নাথ বিশ^বিদ্যালয় রোভার স্কাউটস গ্রুপের সদস্য হিসেবে যোগ দেবেন।

উল্লেখ্য, অনুষ্ঠানসূচি অনুযায়ী ২০ তারিখে মহা তাঁবুজলসা ২১ তারিখে দীক্ষা ও ব্যাজ প্রদানের মধ্যদিয়ে গাজীপুরের বাহাদুরপুর রোভার প্রশিক্ষণ কেন্দ্রে এই অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হবে।

 সানবিডি/ঢাকা/ইমাম/এসএস