জবিতে ‘বিশ্ব দর্শন দিবস-২০১৫’ উদ্যাপিত
প্রকাশ: ২০১৫-১১-১৯ ১৯:৪৬:৪১
‘জয় হোক দর্শনের, জয় হোক মানবতার’-এই স্লোগানকে সামনে রেখে ‘বিশ্ব দর্শন দিবস’ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের উদ্যোগে গতকাল সকাল ১০টায় ‘বিশ্ব দর্শন দিবস-২০১৫’ উদ্যাপিত হয়। ২০০২ সাল থেকে প্রতি বছরের নভেম্বর মাসের তৃতীয় বৃহস্পতিবার জাতিসংঘের শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক সংস্থা ইউনেস্কো (টঘঊঝঈঙ) ঘোষিত ‘বিশ্ব দর্শন দিবস’ পালিত হয়।
এবারের বিশ্ব দর্শন দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘ভাষার বহুত্ব এবং দর্শনের স্থান’। বিভিন্ন ভাষার দার্শনিকদের ভাবনা ও নৈতিক চিন্তাসমূহ বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়ে সকলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ যোগসুত্র স্থাপন এবং দর্শনকে সার্বজনীন করাই হচ্ছে দর্শন দিবসের মূল প্রতিপাদ্য।
সকল মানুষকে দার্শনিক হিসেবে তৈরি করা নয় বরং, দর্শনের মৌলিক চিন্তাগুলোর সাথে সকল মানুষের পরিচয় করিয়ে দেওয়াই হচ্ছে এ দিবসের মূল উদ্দেশ্য। সকালে ‘বিশ্ব দর্শন দিবস’ উপলক্ষে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান-এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি সামাজিক বিজ্ঞান ভবন থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
এসময় বিভাগীয় শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভাগীয় অফিস কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা দর্শনকে বাস্তব জীবনের সর্বত্র ছড়িয়ে দেয়ার কথা ব্যক্ত করা হয়।