ইন্ডিয়া ইকোনমিক সামিটে ইউনিভার্সেল এলপি গ্যাসের এমডি শাহজাহান সাজু
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-০৫ ২৩:২৬:৫৮
ইউনিভার্সেল গ্যাস এণ্ড গ্যাস সিলিন্ডার লিমিটেডের ব্যবস্থপনা পরিচালক মো: শাহজাহান সাজু বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ইন্ডিয়া ইকোনমিক সামিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে দিল্লিতে অবস্থান করছেন।
ইন্ডিয়া ইকোনমিক সামিটে অর্থনৈতিক উন্নয়ণ, বিনিয়োগসহ বিভিন্ন খাতের উন্নয়ণ সম্ভাবনা ও ব্যবসায়িক বিষয় নিয়ে আলোচনা করার জন্য প্রায় ৪০টি দেশের ৮০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
ইন্ডিয়া ইকোনমিক সম্মেলনে (২০১৯) ভারত – বাংলাদেশের বিজনেস ফোরাম (আইবিবিএফ) এ অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। দিল্লির এই সম্মেলনে দুইটি গভর্নমেন্ট টু বিজনেস সমঝোতা স্মারক সই করেন স্টার্ট আপ বাংলাদেশ ও টেক মাহিন্দ্র। অন্য স্মারকে সই করে বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি ও আমদানি পোর্টস এণ্ড এসইজেডস।
মো: শাহজাহান সাজু দিল্লিতে এ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হতে পেরে এবং ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক ব্যবসায়িক উন্নয়ণের খোলামেলা আলোচনা করতে পেরে প্রধানমন্ত্রী এবং ব্যবসায়িক সংগঠণের সকলকে বিশেষ করে এফবিসিসিআই সংশিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।