রিফাত হত্যা: আদালতে ৪ আসামির আত্মসমর্পণ
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০১৯-১০-০৬ ১৩:৪৪:২২
বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার পলাতক আট আসামির মধ্যে এজাহারভুক্ত তিনজনসহ চার্জশিটভুক্ত চার আসামি আত্মসমর্পণ করেছেন।
রোববার সকালে বরগুনার আদালতে তারা আত্মসমর্পণ করেন বলে জানান মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম. মজিবুল হক কিসলু।
আত্মসমর্পণ করা চার আসামি হলেন– রাকিবুল হাসান রিফাত হাওলাদার, আবু আব্দুল্লাহ ওরফে রায়হান, প্রিন্স মোল্লা ও মোহাইমিনুল ইসলাম সিফাত। এদের মধ্যে প্রথম তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তারা নারী ও শিশু অপরাধ দমন ট্রাইব্যুনালে এবং সিফাত বরগুনার সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন।
গত ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় রিফাত শরীফকে। পরদিন নিহতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে বরগুনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে গত ১ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা মো. হুমায়ূন কবির নিহতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ ২৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। এ মামলার চার আসামি এখনও পলাতক।
সানবিডি/ঢাকা/এসএস