জেনারেটর ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-০৭ ১২:৩৮:০৬


নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় জেনারেটর ব্যবসার বিরোধে মাহবুবুল হক বাবলু (৫০) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে অপর এক ব্যবসায়ী ও তার সহযোগীরা।

সোমবার রাত আড়াইটায় হাজীগঞ্জ এলাকায় জাফরের চায়ের দোকানের সামনে এ হত্যাকাণ্ড ঘটে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে রাকিব নামের এক যুবককে আটক করেছে। রাকিব সম্পর্কে অভিযুক্ত হত্যাকারী আলমের ভাই।

নিহতের পরিবারের অভিযোগ, আলম তার সহযোগীদের নিয়ে পূর্বপরিকল্পিতভাবে বাবলুকে পিটিয়ে হত্যা করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে একটি চায়ের দোকানে জেনারেটর লাইন দেয়া নিয়ে বাবলুর সাথে আলমের তর্ক বাধে। এক পর্যায়ে আলম ও তার সহযোগীরা বাবলুকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা বাবলুকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার এস আই মিজান জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। জেনারেটর ব্যবসা নিয়ে বাবলুর সাথে একই এলাকার আলম নামের অপর এক জেনারেটর ব্যবসায়ীর বিরোধের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মূল আসামি আলমকে গ্রেপ্তারের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।
সানবিডি/ঢাকা/এসএস