পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-০৮ ১৬:১২:৪৭
পদার্থবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য এ বছর যৌথভাবে নোবেল জিতেছেন তিন বিজ্ঞানী। তারা হলেন, জেমস পিবলস, মিশেল মেয়র ও দিদিরি কোয়েলজ।
ফিজিক্যাল কসমোলজি নিয়ে গুরুত্বপূর্ণ কাজের জন্য জেমস পিবলস মোট পুরস্কারের অর্ধেক অর্থ পাবেন। বাকিটা মিশেল মেয়র ও দিদিরি কোয়েলজের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। এ দুজন সোলার-টাইপ স্টারের এক্সোপ্লনেট অরবিটিং আবিষ্কারের জন্য পুরস্কার লাভ করেছেন।
নোবেল পুরস্কারের আর্থিক মূল্য প্রায় ১১ লাখ মার্কিন ডলার।
মঙ্গলবার (৮ অক্টোবর) রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীদের নাম ঘোষণা করে।
সানবিডি/ঢাকা/এবিএস