আর্জেন্টিনা-জার্মানি মুখোমুখি আজ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-০৯ ১৩:৪১:০০
ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা আর জার্মানি। তাদের দ্বৈরথটা বরাবরই উপভোগ্য ফুটবলপ্রেমীদের জন্য। আজ (বুধবার) রাতে আরও একবার উপভোগ্য সেই লড়াই দেখার সুযোগ। বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ঘরের মাঠের জার্মানি।
আন্তর্জাতিক ফুটবলে তিন মাসের জন্য নিষিদ্ধ লিওনেল মেসি স্বাভাবিকভাবেই খেলতে পারছেন না।
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি স্কোয়াডে রাখেননি অ্যাঞ্জেল ডি মারিয়া, সার্জিও আগুয়েরোকেও। ২০১৪ বিশ্বকাপের ফাইনালে নিশ্চিত গোল মিস করা গঞ্জালো হিগুয়েন অবসরে গেছেন বেশ কিছুদিন হলো। ফুটবলকে বিদায় জানিয়েছেন হাভিয়ের মাচেরানো, ফিলিপ লাম, বাস্তিয়ান শোয়েনস্টেইগার, মেসুত ওজিলের মতো তারকারাও। অতিরিক্ত সময়ে গোল করে জার্মানিকে শিরোপা এনে দেয়া মারিও গোটজে অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে। গত বিশ্বকাপে ব্যর্থতার পর জার্মানি আর্জেন্টিনা দুদলই ব্যাপক পরিবর্তন এনেছে স্কোয়াডে। নতুনদের প্রতিই এখন নজর বেশি তাদের।
জার্মানি এখন সার্জ জিনাব্রি, লেরয় সানে, নিকলাস সুল, জশোয়া কিমিখদের মতো উদীয়মানদের ওপর ভরসা করছে। আর আর্জেন্টিনার কোচ স্কালোনি পাওলো দিবালা, লাওতারো মার্টিনেজ, রদ্রিগো ডি পল, লেয়ান্দ্রো পারেদেসদের নিয়ে একটা ভারসাম্যপূর্ণ দল গঠনের চেষ্টায় আছেন। নতুন দল নিয়ে এবারের কোপা আমেরিকায় সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল আর্জেন্টিনা। কোপা আমেরিকার পর মেসিকে ছাড়া চিলি ও মেক্সিকোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে আলবিসিয়েস্তেরা। চিলির সঙ্গে গোলশূন্য ড্র করলেও মেক্সিকোকে ৪-০ গোলে উড়িয়ে দেয় আলবিসিয়েস্তেরা। ওই ম্যাচে হ্যাটট্রিক করেন লাওতারো মার্টিনেজ। ইন্টার মিলানের এই স্ট্রাইকার রয়েছেন দারুণ ফর্মে। জুভেন্টাস তারকা পাওলো দিবালাও নিজের শেষ দুটি ম্যাচে গোল করেছেন।
সানবিডি/ঢাকা/এসআই