সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ৪১ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-১২ ১১:৩৯:১৯


ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে সপ্তাহজুড়ে ২৬টি কোম্পানির ৪১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৭৯ শতাংশ কম। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিগুলোর ৭৯ লাখ ৭৪ হাজার ১৪৯টি শেয়ার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৪১ কোটি ৬৫ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে ৩১ কোম্পানির ৭ কোটি ৪৪ লাখ ৭৭ হাজার ৮৩টি শেয়ার হাত বদলের মাধ্যমে কোম্পানিগুলোর ২০০ কোটি ৩১ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর ব্লক মার্কেটে ১৫৮ কোটি ৬৬ লাখ ১৭ হাজার টাকা বা ৭৯ শতাংশ লেনদেন কমেছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১১ কোটি ৪৭ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ৯ কোটি ১৯ লাখ ৬০ হাজার টাকার সামিট পাওয়ারের এবং তৃতীয় সর্বোচ্চ ৪ কোটি ২৯ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্যাংক এশিয়ার।

এছাড়া বিকন ফার্মার ৪ কোটি ৭ লাখ ৩৪ হাজার টাকার, আইডিএলসির ৯৭ লাখ টাকার, জেএমআই সিরিঞ্জের ১২ লাখ টাকার, ন্যাশনাল টিউবসের ১৪ লাখ টাকার, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ১৫ লাখ ৮১ হাজার টাকার, এপেক্স ফুটওয়্যারের ১ কোটি ৭২ লাখ ২৫ হাজার টাকার, এটলাস বাংলাদেশের ২৭ লাখ ১৪ হাজার টাকার, সিএপিএমআইবিবিএলএমএফের ৫ লাখ ৭২ হাজার টাকার, ইবনে সিনার ২ কোটি ১৭ লাখ ৮৪ হাজার টাকার, ইন্দো-বাংলা ফার্মার ৭ লাখ ১৪ হাজার টাকার, কেডিএস এক্সেসরিজের ৫ লাখ ১৪ হাজার টাকার, নাভানা সিএনজির ৪৩ লাখ ২২ হাজার টাকার, সালভো কেমিক্যালের ১২ লাখ ৩৩ হাজার টাকার, সী পার্লের ৫ লাখ ৩২ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ২৯ লাখ ৬১ হাজার টাকার, গ্রামীণফোনের ১ কোটি ৬৮ লাখ ৪৬ হাজার টাকার, বঙ্গজের ৬ লাখ ৭৫ হাজার টাকার, এফবিএফআইএফের ১২ লাখ ১ হাজার টাকার, প্রাইম ব্যাংকের ২৮ লাখ ৫ হাজার টাকার এবং রেনেটার ৩ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সানবিডি/এসকেএস