জামালপুরে ধর্ষণের পর তরুণীকে হত্যা

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০১৯-১০-১২ ১৪:২৯:১৩


জামালপুরের সরিষাবাড়ীতে এক তরুণীকে ধর্ষণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা গ্রামের সড়কের পাশ থেকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। তবে ওই তরুণীর পরিচয় পাওয়া যায়নি।

পুলিশের ধারণা, দূর্বৃত্তরা ধর্ষণের পর হত্যা করে মৃতদেহ ফেলে রেখে গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা গ্রামের পাকা রাস্তার পাশে ওই তরুণীর (২২) মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। মৃতদেহের গলায় ওড়না পেচানো ছিল। ময়না তদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

সরিষাবাড়ী থানার ওসি মাজেদুর রহমান বলেন, মৃতদেহের সুরতহালে ধর্ষণের আলামত ও গলায় গামছা পেচানো ছিল। ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। তদন্তের পর হত্যাকাণ্ডের মোটিভ বেরিয়ে আসবে।
সানবিডি/ঢাকা/এসএস