ধর্মঘটে উবার চালকরা
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-১০-১৪ ১৩:৪৬:০৭
৯ দফা দাবিতে ২৪ ঘণ্টার ধর্মঘট পালন করছেন উবার চালকরা। রোববার (১৩ অক্টোবর) দিবাগত রাত ১২টা থেকে এ ধর্মঘট শুরু হয়েছে। শেষ হবে আজ রাত ১২টায়।
উবার কর্তৃপক্ষের নানা অনিয়ম ও চালকদের ন্যায্য দাবি আদায়ে এ ধর্মঘট আহ্বান করেছে বাংলাদেশের রাইড শেয়ারিং ড্রাইভারস অ্যাসোসিয়েশন। সংগঠনটির সাধারণ সম্পাদক কাইয়ুম আহমেদ শুভ এ তথ্য নিশ্চিত করেছেন।
উবার চালকদের ৯ দফা দাবিগুলো হলো-
১. উবারের ওয়ে বিল অনুযায়ী ট্রিপ শুরু করা থেকে শেষ পর্যন্ত কিলোমিটার ও মিটার হিসাব করে ভাড়া দেয়া;
২. কমিশন ২৫ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করা;
৩. গ্যাসের মূল্য বৃদ্ধি পেয়েছে তাই ভাড়া বাড়াতে হবে;
৪. চালকদের নিরাপত্তার ব্যবস্থা ও যাত্রী দ্বারা গাড়ির ক্ষতি হলে ক্ষতিপূরণ দেয়া;
৫. যাত্রীদের করা অভিযোগ যাচাইয়ের নাম করে চালকদের বিরুদ্ধে অ্যাকশন নেয়া যাবে না;
৬.যাত্রীর অ্যাকাউন্টে ছবি বাধ্যতামূলক থাকতে হবে এবং যাত্রীকে লোকেশনের ব্যাপারে প্রাথমিক ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে;
৭. সর্বোচ্চ দুই কিলোমিটারে মধ্যে যাত্রীর সঙ্গে চালকদের সংযোগের ব্যবস্থা করতে হবে;
৮. চালকদের গন্তব্যের ক্ষেত্রে শতভাগ গন্তব্যের আশপাশে ট্রিপ দিতে হবে এবং
৯. দৈনিক ১২ ঘণ্টার বেশি অনলাইনে থাকা যাবে না এই সিদ্ধান্ত বাতিল করা।
সানবিডি/ঢাকা/এসএস