সৌরভ হচ্ছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি 

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-১৪ ১৬:২৫:১১


ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এর পরবর্তী সভাপতি হতে যাচ্ছেন দেশটির সাবেক সবচেয়ে সফল অধিনায়ক সৌরভ গাঙুলি। টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি এবং দ্য ইকোনমিক টাইমস খবরের এমনইটি বলা হয়েছে।

৪৭ বছর বয়েসী সৌরভ ভারতের সবচেয়ে সফল অধিনায়কদের একজন। তার অধিনায়কত্বে খেলার ধরন বদলে দাপট দেখাতে শুরু করে ভারতীয় ক্রিকেট দল। শুরুতে ব্রিজেশ প্যাটেল এগিয়ে থাকলেও পরে তাকে পেছনে ফেলে সবচেয়ে প্রভাবশালী ক্রিকেট বোর্ডের সভাপতির দৌড়ে এগিয়ে আছেন ‘প্রিন্স অব কলকাতা।’

ভারপ্রাপ্ত সভাপতি সিকে খান্নার জায়গায় নতুন সভাপতি ঠিক করতে গত কয়েকদিন থেকেই চলছিল তোড়জোড়। শনিবার থেকেই এই পদে কাকে দেখা যাবে তা নিয়ে তৈরি হয় জল্পনা। বর্তমানে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)-এর সভাপতির দায়িত্বে সৌরভ গাঙুলি বিসিসিআই’র নির্বাচনে সভাপতি হতে আগ্রহী ছিলেন। সেই সঙ্গে আলোচিত হচ্ছিলেন সাবেক আরেক ক্রিকেটার ও সংগঠক ব্রিজেশ প্যাটেলের নামও।

ভারতীয় গণমাধ্যমে বলা হয়, রোববারের বোর্ড সভায় সভাপতি পদে মনোনয়নের জন্য সৌরভের নামই চূড়ান্ত হয়েছে। অর্থাৎ নির্বাচনে একক প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিচ্ছেন তিনিই, কারণ সমঝোতা আর নানামুখী লবিংয়ে প্রার্থী হতে নিজেকে সরিয়ে নিয়েছেন প্যাটেল। ফলে সৌরভের সভাপতি নির্বাচিত হওয়া এখন কেবল আনুষ্ঠানিকতাই মাত্র। আজ সোমবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে আর কারও মনোনয়ন জমা পড়ার খবর নেই। সেরকম হলে এই পদে আর নির্বাচনের দরকার হবে না।

জানা গেছে, বিশ্বের সবচেয়ে বিত্তশালী ক্রিকেট বোর্ডের সভাপতি পদে সৌরভ এবং সদস্য সচিব পদে এগিয়ে আছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহর পুত্র জয় শাহ। সাবেক সভাপতি অনুরাগ ঠাকুরের ছোট ভাই অরুন ধুমাল হতে যাচ্ছেন নতুন কোষাধক্ষ্য।

অবসরের পর সৌরভ গাঙুলি সংগঠকের ভূমিকায় আসেন। বাঙালি এ ক্রিকেটার সিএবি’র সভাপতি হিসেবে এরমধ্যেও প্রশংসা কুড়িয়েছেন। বিসিসিআইর দায়িত্ব নিলে তিনি হবেন পদটিতে বসা প্রথম কোন বাঙালি। এর আগে দুবার এই পদে দায়িত্ব পালন করেছেন কলকাতার আরেক সন্তান মাড়োয়াড়ি ব্যবসায়ী জগমোহন ডালমিয়া।

২০১৭ সালে আদালতের রায়ের পর সভাপতি পদ থেকে সরে দাঁড়াতে হয় অনুরাগ ঠাকুরকে। এরপর থেকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্বে আছেন সিকে খান্না।
সানবিডি/ঢাকা/এসএস