শেয়ার দর বাড়ার শীর্ষে এমএল ডাইং

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-১০-১৪ ১৭:৩৬:৩২


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (১৪ অক্টোবর) লেনদেন অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে এমএল ডাইং লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গতকাল এমএল ডাইংয়ের শেয়ারেরে ক্লোজিং দর ছিল ৩০.৯০ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৩২.৮০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.৯০ টাকা বা ৬.১৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এমএল ডাইং ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে নাহি অ্যালুমিনিয়ামের ৬.০২ শতাংশ, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ৪.৯৭ শতাংশ, নিউ লাইন ক্লোথিংয়ের ৪.৭৬ শতাংশ, সিএএমপি বিডিবিএলের ৩.৬৬ শতাংশ, কোহিনুর কেমিক্যালের ৩.৬৬ শতাংশ, ইস্টার্ন ইনস্যুরেন্সের ৩.৪১ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের ২.৮২ শতাংশ, বিডি ফাইন্যান্সের ২.৭৮ শতাংশ, ব্যাংক এশিয়ার ২.৭৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।

সানবিডি/ঢাকা/এবিএস