জরায়ু থেকে পিস্তল উদ্ধার!
|| প্রকাশ: ২০১৫-১১-২০ ২১:১৯:৩৪ || আপডেট: ২০১৫-১১-২০ ২১:১৯:৩৪

যুক্তরাষ্ট্রে এক নারীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। মেয়েটির অপরাধ, তার জরায়ুর ভেতরে পুলিশ গুলিভর্তি পিস্তল খুঁজে পেয়েছে। গত বছরের এপ্রিলে টেনেসি অঙ্গরাজ্যের কিংস্পোর্ট এলাকায় ডালাস আর্চার (২১) নামে এক নারীকে লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অপরাধে পুলিশ গ্রেপ্তার করে।
পরে এক নারী পুলিশ মেয়েটির পুরো শরীর তল্লাশি চালানোর জন্য বাথরুমে নিয়ে যায়। পরে মেয়েটির জরায়ু থেকে লাইসেন্সবিহীন চার ইঞ্চি লম্বা .২২ ক্যালিভার একটি পিস্তল উদ্ধার করে।
আর্চারকে বেশ কয়েকটি অপরাধে অভিযুক্ত করা হয়, লাইসেন্স ছাড়া গাড়ি চালানো, বিমার কাগজপত্র না থাকা, ভাঙচুর, মারিজুয়ানায় আসক্ত। আর্চারের আইনজীবী ড্যানিয়েল কান্টওয়েল জানায়, তার মক্কেল কেন পিস্তল লুকিয়েছিল তার উত্তর দিতে দেয়নি।
বৃহস্পতিবার আদালত তাকে তিন বছর সংশোধন কেন্দ্রে থাকতে বলেছে এবং সেই সাথে দুই বছর তার আচরণ পর্যবেক্ষণের জন্য আদেশ দিয়েছে।
সূত্র: মিরর ইউকে।