এফবিসিসিআইর সাথে কাতার প্রবাসী ব্যবসায়ীদের সাক্ষাত
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-১০-১৫ ১৮:২৪:০৮
কাতারে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদরে সাথে সাক্ষাত করেছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৫ অক্টোবর ২০১৯) এফবিসিসিআই কার্যালয়ে এ সাক্ষাত করেন ব্যবসায়ীরা।
সাক্ষাতকালে উপস্থিত ছিলেন এফবিসিসিআই সহ-সভাপতিবৃন্দ মো: সিদ্দিকুর রহমান, মোঃ রেজাউল করিম রেজনু, মিসেস হাসিনা নেওয়াজ, নিজামউদ্দিন রাজেশ এবং এফবিসিসিআই পরিচালক মো: নিজাম উদ্দিন উপস্থিত ছিলেন।
এসময় আগামি ১৯-১২ ডিসেম্বর ২০১৯ তারিখে কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠেয় ‘মেড ইন বাংলাদেশ ২০১৯’ প্রদর্শণীর বিষয়ে আলোচনা করা হয়। রপ্তানী উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে কাতারে বাংলাদেশের দূতাবাস এবং বাংলাদেশ ফোরাম কাতার এই প্রথম একক দেশ প্রদর্শণীর আয়োজন করতে যাচ্ছে।
এ ছাড়াও বাংলাদেশ ও কাতারের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগের বাড়ানোর মাধ্যমে দুদেশের টেকসই দ্বি-পাক্ষিক সম্পর্ক গড়ে তুলতেই এই প্রদর্শণীর আয়োজন করা হবে।
এ প্রদর্শণীর মাধ্যমে বাংলাদেশের তৈরি পোশাকের পাশাপাশি চামড়াজাত পণ্য, ওষুধ, হিমায়িত খাদ্য, সিরামিক, পাটপণ্য, তথ্য প্রযুক্তি এবং হোম এ্যাপ্লায়েন্সসহ ইত্যাদি সম্ভাবনাময় রপ্তানীযোগ্য খাতের ব্যবসায়িরা তাদের পণ্য প্রদর্শণ করবেন।
সানবিডি/ঢাকা/এসএস