সেপ্টেম্বর পর্যন্ত এডিপি বাস্তবায়ন ৮.০৬ শতাংশ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-১৫ ১৯:৩৭:৩১


বর্তমান ২০১৯-২০ অর্থবছরে সেপ্টেম্বর পর্যন্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার ৮ দশমিক ০৬ শতাংশ। টাকার অংকে ১৭ হাজার ৩৪৪ কোটি টাকা।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে একনেক সভা শেষে এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, গত ২০১৮-১৯ অর্থবছরে এই সময়ে ছিল ৮ দশমিক ২৫ শতাংশ। টাকার অংকে ১৪ হাজার ৯২৭ কোটি টাকা। অর্থাৎ গত অর্থ বছরের তুলনায় ২ হাজার ৪১৭ কোটি টাকা বেশি বাস্তবায়ন করা হয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস