বাংলাদেশ সফরে আজ আসছেন ফিফা সভাপতি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-১৬ ১৬:০৪:০৩
এক দিনের শুভেচ্ছা সফরে আজ বুধবার বিকেলে বাংলাদেশে আসছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বাংলাদেশে এটি তার চতুর্থ সফর।
এবার ফিফা প্রেসিডেন্টের ঢাকা সফর বাংলাদেশ ফুটবলের জন্য গুরুত্বপূর্ণ অধ্যায় বলে মনে করছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
জানা গেছে, ফিফা সভাপতির আগমন উপলক্ষে মতিঝিলের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভবনটি সাদা রঙে সাজানো হচ্ছে। নীচতলা থেকে চারতলা পর্যন্ত পরিষ্কার-পরিছন্ন করা হচ্ছে। এমনকি বাফুফে ভবনের বাইরের গলির রাস্তায় যেসব অবৈধ টি-স্টলগুলো ছিল সেগুলো উচ্ছেদ করা হয়েছে।
আরো জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ফিফা সভাপতি। ওই দিনই দুপুরের পর লাওসের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।
এদিকে পর্যবেক্ষক মহলের মতে, ফিফা সভাপতির বাংলাদেশ সফর মূলত হচ্ছে তার নির্বাচনী সফর।
উল্লেখ্য, আগামী বছর ফিফার নির্বাচন। এবারও সভাপতি পদে নির্বাচনে দাঁড়ানোর কথা রয়েছে ইনফান্তিনোর।
সানবিডি/ঢাকা/এসএস