মাছের খাদ্যে শুকরের উপাদান আছে কি না পরীক্ষার নির্দেশ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-২০ ১২:২৩:৩৪
বিদেশ থেকে আমদানি করা মাছের খাদ্যে শুকরের মাংসের কোনো উপাদান আছে কি না তা ১০ দিনের মধ্যে পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
সায়েন্স ল্যাবরেটরিতে পরীক্ষা করে এ বিষয়ে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।
রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।
আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
সানবিডি/ঢাকা/এসএস