সংবাদ সম্মেলন করবে সাকা-মুজাহিদের পরিবার

আপডেট: ২০১৫-১১-২১ ১১:১০:৪৭


03_91622মানবতাবিরোধী অপরাধে মুত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পরিবার সংবাদ সম্মেলন ডেকেছে।

শনিবার বেলা ১২টায় সংবাদ সম্মেলন করবে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পরিবার। এর পরেই সংবাদ সম্মেলন করবে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার।

শুক্রবার মুজাহিদের ছেলে আলী আহমদ মাবরুর ও সাকার পরিবারের পক্ষ থেকে এ খবর গণমাধ্যমকে জানানো হয়।

মুজাহিদের পরিবার সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের স্থান নির্ধারণ করলেও সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার কোথায় সংবাদ সম্মেলন করবে তা এখনো জানা যায়নি।

সানবিডি/ঢাকা/রাআ