বিকেলে দেশে ফিরছেন খালেদা জিয়া
আপডেট: ২০১৫-১১-২১ ১১:০৯:২৬
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আজ শনিবার বিকেলে দেশে ফিরছেন।
লন্ডন স্থানীয় সময় রাত ১০টায় বাংলাদেশের উদ্দেশে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেন তিনি। এ সময় তার ছেলে, দুই ছেলের বউসহ পরিবারের অন্য সদস্য ও লল্ডন বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান জানিয়েছেন, আজ বিকেল ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে খালেদা জিয়ার।
এর আগে বৃহস্পতিবার বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রিপন এক সংবাদ সম্মেলনে জানান, ২১ নভেম্বর বিকাল ৫টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে খালেদা জিয়ার দেশে ফেরার কথা রয়েছে।
তিনি বলেন, দেশের ক্রান্তিকাল ও রাজনীতির সঙ্কট বিবেচনা করেই আমাদের দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া চিকিৎসা অসমাপ্ত রেখে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
চোখ ও পায়ের চিকিৎসার জন্য গত ১৫ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন বিএনপিপ্রধান। সেখানে ছেলে তারেক রহমান, তাঁর স্ত্রী জোবাইদা রহমান ও নাতি-নাতনিদের সঙ্গে অবস্থান করছেন তিনি।