বাটলারে বিদ্ধস্ত পাকিস্তান, সিরিজ পেল ইংল্যান্ড
আপডেট: ২০১৫-১১-২১ ১১:১৮:৩০
দুবাইতে গতকাল রাতে শেষ একদিনের ম্যাচে পাকিস্তানকে ৮৪ রানের বিরাট ব্যবধানে হারিয়ে চার ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নিয়েছে ইংল্যান্ড।
পাকিস্তানি বোলারদের সমানে পিটয়ে তক্তা বানিয়ে দিয়েছেন বাটলার। ৪৬ বলে হাঁকিয়েছেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৫২ বলে ১১৬ রানে অপরাজিত। বাটলারের অতিমানবীয় ব্যাটিং ও ওপেনার জেসন রয়ের সেঞ্চুরিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৩৫৫ রানের বিরাট স্কোর গড়ে তুলে। জেসন করেন ১০২। এছাড়া ৭১ রান আসে জো রুটের ব্যাট থেকে।
পাহাড় সমান রান তাড়া করতে নেমে ২৭১ রানেই অল অউট হয়ে যায় পাকিস্তান। শোয়েব মালিক ৫২, বাবার আজম ৫১ ও অধিনায়ক আজহার আলী ৪৪ রান করেন। ইংল্যান্ডের পক্ষে মঈন আলী, আদিল রশিদ ৩টি করে এবং উইলি ২ উইকেট নেন।
সানবিডি/ঢাকা/রাআ