শরীয়তপুরের ডামুড্যায় মার্কেন্টাইল ব্যাংকের শিক্ষাবৃত্তি প্রদান

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-২২ ১৭:১২:৩৬


শরীয়তপুরের ডামুড্যায় ১৬০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে সম্প্রতি শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং আব্দুর রাজ্জাক ও মোহাম্মদ সেলিম ট্রাস্টি ফাউন্ডেশন যৌথভাবে এ বৃত্তি প্রদান করে।

মঙ্গলবার (২২ অক্টোবর) মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডামুড্যা পৌরভবন মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ‘মার্কেন্টাইল ব্যাংক আব্দুল জলিল শিক্ষাবৃত্তি’ এর আওতায় ৭৫ জনকে এবং আব্দুর রাজ্জাক ও মোহাম্মদ সেলিম ট্রাস্টি ফাউন্ডেশনের পক্ষ থেকে ৮৫ জনকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক এম.পি। মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহের, পুলিশ সুপার আব্দুল মোমেন, ইউএনও দিলরুবা শারমিন । প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক ও সনদপত্র তুলে দেন।

সানবিডি/ঢাকা/এসআই