জেল থেকে হাসপাতালে বাবর
|| প্রকাশ: ২০১৫-১১-২১ ১১:৩১:০৫ || আপডেট: ২০১৫-১১-২১ ১১:৩২:২৭

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। কাশিমপুর কারাগারে অসুস্থ হওয়ায় তাকে ঢামেকে নেওয়া হচ্ছে।
কাশিমপুর কারাগার ১-এর জেল সুপার সুব্রত বালা জানান, শনিবার সকাল ৮টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ কারণে তাকে অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য ঢামেকে নেওয়া হয়েছে।
এর আগে গত ১৬ নভেম্বর গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে বাবরের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। আদালতের নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয় বলে কারা কর্তৃপক্ষ জানায়। ১০ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বিএনপির এই নেতা কাশিমপুর কারাগারে বন্দী আছেন।
সানবিডি/ঢাকা/রাআ
এ বিভাগের অন্যান্য সংবাদ
-
‘ষড়যন্ত্র মোকাবেলা করে বিজয়ের বন্দরে পৌঁছাবে আওয়ামী লীগ’
-
বেশি বাড়াবাড়ি ভালো নয়, ইতিহাস থেকে শিক্ষা নিন: কাদের
-
বিএনপি কী চায়, তা নিজেরাও জানে না: কাদের
-
‘বিএনপির ঐক্যের ডাক জনগণের সাথে নতুন তামাশা’
-
বাংলাদেশের পরিস্থিতি শ্রীলঙ্কার মতো হতে বাধ্য : ফখরুল
-
বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা-পাকিস্তান-আফগানিস্তান হবে না