বিএনপির ‘জরুরি’ সংবাদ সম্মেলনে থাকবে সাকার পরিবার
প্রকাশ: ২০১৫-১১-২১ ১২:৫২:৫১
আজ দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যে সংবাদ সম্মেলনের ডাক দেয়া হয়েছে সেখানে মানবতাবিরোধী অপরাধী সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর পরিবারের সদস্যরাও থাকবেন বলে জানা গেছে। সালাউদ্দিন কাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য।
শনিবার দুপুর ১২টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এরআগে সকালে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং থেকে সংবাদ সম্মেলনের কথা জানানো হলেও সাকা পরিবারের উপস্থিতির কোনো খবর ছিল না। তবে সাকার আইনজীবী অ্যাডভোকেট হুজ্জাতুল ইসলাম খান আল ফেসানী পরে সাংবাদিকদের জানান সাকা পরিবার থাকবে এই সংবাদ সম্মেলনে।
এদিকে একই সময়ে আলাদাভাবে সংবাদ সম্মেলনে আসার কথা রয়েছে মুজাহিদের পরিবারেরও।
মৃত্যুদণ্ড থেকে বাঁচতে মানবতাবিরোধী অপরাধী সাকা-মুজাহিদের সামনে এখন রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়া ছাড়া নেয়ার মতো আর কোনো পদক্ষেপ নেই। তারা ক্ষমা চাইবেন কি না কারা কর্তৃপক্ষের এমসন জিজ্ঞাসার সরাসরি কোনো উত্তর এখনো আসেনি। সকালে অবশ্য দুজন ম্যাজিস্ট্রেট কারাগারে ঢুকেছেন তাদের দুজনের সঙ্গে কথা বলতে।