সাপ্তাহিক দর পতনের শীর্ষে মুন্নু জুট স্ট্যাফলার্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-২৬ ১১:৪৫:৫৮


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে মুন্নু জুট স্ট্যাফলার্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ৩৪ দশমিক ৮৬ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩৮ কোটি ৫৮ লাখ ১৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ কোটি ৭১ লাখ ৬৩ হাজার টাকা।

দ্বিতীয় স্থানে থাকা সাফকো স্পিনিং মিলসের সপ্তাহজুড়ে দর কমেছে ২২ দশমিক ২২ শতাংশ।  শেয়ারটি সর্বমোট ৩ কোটি ৩৪ লাখ ২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬৬ লাখ ৮০ হাজার ৪০০ টাকা।

তৃতীয় স্থানে থাকা স্ট্যান্ডার্ড সিরামিকের সপ্তাহজুড়ে দর কমেছে ২১ দশমিক ৭১ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ৩১ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬ কোটি ৩৮ লাখ ৭৫ হাজার টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সিভিও পেট্রোকেমিক্যালের ১৭ দশমিক ১৯ শতাংশ, মিথুন নিটিংয়ের ১৫ শতাংশ, স্টাইলক্রাফটের ১৪ দশমিক ৫৪ শতাংশ, কপারটেক ইন্ডাস্ট্রিজের ১৪ দশমিক ৪০ শতাংশ, বিকন ফার্মাসিউটিক্যালের ১৪ দশমিক শূন্য ৪ শতাংশ, ন্যাশনাল টিউবসের ১৩ দশমিক ৩১ শতাংশ এবং জেনারেশন নেক্সট ফ্যাশনের ১৩ দশমিক ১৬ শতাংশ শেয়ার দর কমেছে।

সানবিডি/এসকেএস