কেন বিপিএল খেলছেন না হাফিজ!
আপডেট: ২০১৫-১১-২১ ১২:৫৪:৪৩
মোহাম্মদ আমেরের কারণেই চিটাগাং ভাইকিংসের লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দেন মোহাম্মদ হাফিজ। খেলছে না বিপিএলে। শুক্রবার পাকিস্তানি এক দৈনিকে দেওয়া সাক্ষৎকারে এমনটাই বলেছেন তিনি।
কিন্তু আমারের প্রতি এতো ঘৃনা কেন? হাফিজের উত্তর,‘ তার সঙ্গে আমার ব্যক্তিগত কোন সমস্যা নেই। সে আমার শক্রও নয়। কিন্তু আমি এমন কারোর সঙ্গে খেলতে পারিনা যে কিনা আমার দেশের সঙ্গে প্রতারণা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। তার সঙ্গে খেলা মানে দেশের ভাবমূর্তি নষ্ট করা।’
২০১০ সালে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার কারণে ৫ বছরের জন্য নিষিদ্ধ হন ফাস্ট বোলার মোহাম্মদ আমের। দুই মাস আগে নিষেধাজ্ঞা শেষ হয় তার। ইতিমধ্যে পাকিস্তান ঘরোয়া ক্রিকেটেও ফিরেছেন আমের।
আগেভাগেই প্রতিভাবান এ ফাস্ট বোলারকে দলে নিয়ে নেয় বিপিএলের দল চিটাগাং ভাইকিংস। পাকিস্তান টি-টোয়েন্টি অধিনায়ক মোহাম্মদ হাফিজকেও প্রস্তাব দেওয়া হয় দলটির পক্ষ থেকে। কিন্তু আমের ঐ দলে থাকায় প্রস্তাব ফিরিয়ে দেন মোহাম্মদ হাফিজ।
অবশ্য হাফিজ না খেললেও চিটাগাং ভাইকিংসে আমেরের সঙ্গী থাকছেন দুই পাকিস্তান ক্রিকেটার। এরা হলেন, সাঈদ আজমল ও উমর আকমল।
সানবিডি/ঢাকা/রাআ