বরিশালে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে বৃষ্টির বাধা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-২৬ ১৫:৪০:০৪


বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে বাংলাদেশ ও শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলের মধ্যকার চারদিনের ক্রিকেট ম্যাচের প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

বৃষ্টির কারণে আউটফিল্ড ভেজা থাকায় শনিবার প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।

ম্যাচ রেফারি এস.এম রফিকুল ইসলাম প্রথম দিনের খেলা পরিত্যক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার আবহাওয়া উন্নতি হওয়ার ওপর নির্ভর করছে ম্যাচ শুরু হওয়ার বিষয়টি।

বরিশাল স্টেডিয়াম প্রতিষ্ঠার ৫৩ বছর পর বাংলাদেশ ও শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলের চারদিনের ম্যাচের মধ্য দিয়ে এখানে প্রথমবারের কোনো আন্তর্জাতিক ম্যাচ হতে যাচ্ছে। শনিবার সকাল ৯টায় আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। বৈরী আবহাওয়ার কারণে উদ্বোধনী অনুষ্ঠানও স্থগিত করা হয়।

এদিকে বরিশাল স্টেডিয়ামে প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে বরিশালের ক্রীড়ামোদীদের মাঝে। দূর-দূরান্ত থেকে শত শত ক্রিকেট ভক্ত শনিবার সকালে বরিশাল স্টেডিয়ামে আসেন। তবে প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণার পর নিরাশ হয়ে ফিরে যান তারা।
সানবিডি/ঢাকা/এসএস