শুধুমাত্র পানির বোতলের দাম ৬৫ লক্ষ টাকা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-২৬ ১৬:০৫:৪৪
অফিস থেকে ঘর পানির বোতলের মত নিত্যনৈমিত্তিক সামগ্রীর দাম ৬৫ লক্ষ টাকা! মার্কিন সংস্থা বেভারলি হিলস এমনই বোতল বাজারে এনেছে। সাধারণ ঘরোয়া সামগ্রীর এই আকাশছোঁওয়া দাম নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভারতের বাজারেও এইরকমই বিলাসবহুল বোতল আনতে চলেছে এই সংস্থা। বোতলের সঙ্গেই পাওয়া যাবে মহার্ঘ পানিও।
এই আকাশছোঁওয়া দামের জন্য যুক্তিও দিয়েছে এই সংস্থা। এই বোতলটির নক্সা করেছেন একজন স্বর্ণকার। বোতলের ছিপি তৈরি হয়েছে ৬০ গ্রামের সোনা দিয়ে। তার উপরে রয়েছে মহার্ঘ হিরে। এছাড়াও বোতলের গায়ে থাকবে ২৫০টি কালো হিরে। হিরে আর জহরতে মোড়া এই বোতলটির দাম তাই যথেষ্ট পরিমাণে প্রাসঙ্গিক বলেই মনে করছে এই সংস্থা।
মার্কিন মুলুকে ইতিমধ্যেই বাজারে এসে গিয়েছে এই মহামুল্যবান বোতল। তার সঙ্গেই থাকবে অ্যালকালিন, ইলেক্ট্রোলাইট মেশানো সুস্বাদু এবং স্বাস্থ্যকর হিরের মত চকচকে পানিও। এছাড়াও ব্যক্তিগত ব্যবহারের জন্য সুরক্ষা লক দেওয়া শোকেসও রয়েছে এই বোতলে। ডায়মন্ড এডিশন ছাড়াও ভারতীয় মুদ্রায় ৮শ-১ হাজার টাকার বোতলও বাজারে এনেছে এই সংস্থা। ভারতে এই সংস্থাটি বোতলটি বাজারে এনেছে ‘বেভারলি হিলস ৯ওএইচটুও
বাজারে এলেও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই মহার্ঘ বোতল।
সানবিডি/ঢাকা/এসএস