এনসিসি ব্যাংকের কর্মশালা অনুষ্ঠিত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-২৬ ১৬:৫০:৫৩


এনসিসি ব্যাংকের “অডিট এ্যাসপেক্ট অব ফরেন এক্সচেঞ্জ অপারেশন অন এক্সপোর্ট” শীর্ষক দিনব্যাপী কর্মশালা সম্প্রতি ব্যাংকের ট্রেনিং ইন্সিটিটিউটে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) এনসিসি ব্যাংক থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালাটি উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের আইসিসি বিভাগ প্রধান ফরিদউদ্দিন আল মাহমুদ এবং মানবসম্পদ বিভাগের প্রধান ফয়সাল আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ট্রেনিং ইন্সিটিটিউটের ফেকাল্টি মেম্বার ডঃ সৈয়দ জাভেদ মোঃ সালেহ্উদ্দিন প্রশিক্ষণ কর্মশালাটি সমন্বয় করেন। প্রধান কার্যালয়ের ইন্টারনাল কন্ট্রোল এন্ড কমপ্লায়েন্স বিভাগের নির্বাহী ও কর্মকর্তাগণ এ কর্মশালায় অংশগ্রহণ করেন।

উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির প্রধান অতিথির ভাষণে বৈদেশিক বাণিজ্য তথা এক্সপোর্টের ক্ষেত্রে অডিট এর প্রয়োজনীয়তা উল্লেখ করে এ সংক্রান্ত গাইডলাইন যথাযথভাবে পরিপালনের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি যথাসময় ও নিয়মে কর্তৃপক্ষের কাছে অডিট প্রতিবেদন পেশ করার ক্ষেত্রে কর্মশালাটি অংশগ্রহণকারীদের জন্য সহায়ক হবে বলে আশা ব্যক্ত করেন।

সানবিডি/ঢাকা/এবিএস