‘প্রাণভিক্ষার আবেদনের বিষয়টি দ্রুত নিষ্পত্তি হবে’

প্রকাশ: ২০১৫-১১-২১ ১৫:০৫:৫৮


Anisul Houqeপ্রাণভিক্ষার আবেদনের বিষয়টি দ্রুত নিষ্পত্তি হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে আইনমন্ত্রী বাংলানিউজকে এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, অন্য ক্ষমা প্রার্থনার আবেদনের ক্ষেত্রে যে সময় লাগে, এ ক্ষেত্রে আরও কম সময় লাগবে।

তিনি আরও বলেন, জনগণের চাহিদার প্রেক্ষিতে সর্বোচ্চ আদালতের দেওয়া এ রায় নিয়ে আমরা কাজ করছি। এ কারণে আমরা এটি দ্রুত শেষ করবো।