দেশের দক্ষিণাঞ্চলেও হচ্ছে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-২৯ ১৫:৪৮:৫৭
দেশের দক্ষিণাঞ্চলে আরো একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র করার পরিকল্পনার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২৯ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, আজকের একনেক সভায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পারমাণবিক নিরাপত্তা তদারকি করার লক্ষ্যে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নিউক্লিয়ার রেগুলেটরি ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই প্রকল্প নিয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী বলেছেন দেশের দক্ষিণাঞ্চলে আরো একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা যায় কিনা সে বিষয়ে দেখতে।
তিনি বলেন, এখনো এই বিদ্যুৎকেন্দ্র কোথায় করা হবে স্থান নির্ধারণ হয়নি৷ মাত্র প্রধানমন্ত্রী বলেছেন। তবে প্রধানমন্ত্রী যখন বলেছেন সেহেতু দক্ষিণাঞ্চলে এটা করা হবে।
পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দশ তলা একটি ভবন ঢাকায় করার কথা ছিল। কিন্তু সেটি ঢাকায় না করে সাভারে করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। কারণ সাভারে পরমাণু শক্তি কমিশনের নিজস্ব জমি রয়েছে। এ কারণে এ প্রকল্পের ব্যয়ও কিছুটা কমবে।
সানবিডি/ঢাকা/এবিএস