কারাগারে ঢুকলেন আইজি প্রিজন-জেলা প্রশাসক
আপডেট: ২০১৫-১১-২১ ২২:৪৩:০৬
মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকরের প্রক্রিয়া শুরু হয়েছে। জেলা প্রশাসক আবু ইউসুফ ঢাকা কেন্দ্রীয় কারাগারে গেছেন। তার সঙ্গে রয়েছেন জেলা প্রশাসনের দুইজন ম্যাজিস্ট্রে । রাত সোয়া ১০টার দিকে তারা কারাগারে প্রবেশ করেন। এছাড়া আইজি (প্রিজন) এবং অতিরিক্ত আইজি (প্রিজন) কারাগারে প্রবেশ করেছেন।
বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী এবং জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর করার প্রক্রিয়ার অংশ হিসেবে তারা কারাগারে গেছেন বলে জানা গেছে। এদিকে সালাউদ্দিন কাদের ও আলী আহসান মুজাহিদের পরিবারের সদস্যরা রাত সাড়ে নয়টার দিকে তাদের সঙ্গে দেখা করতে কারাগারে যান। তারা এখনও সেখানে অবস্থান করছেন।