এই নববর্ষে মহাকাশে ফুটবে জিনিয়া ফুল
আপডেট: ২০১৫-১১-২২ ১৭:২১:২২
সামনেই ইংরেজি নববর্ষ। আর এবারের নিউ ইয়ারে ফুল ফুটবে মহাকাশেও। এমন অসম্ভবকেই সম্ভব করতে চলেছেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের মহাকাশচারীরা। এর আগে লাল লেটুস ফলিয়ে সাফল্য পেয়েছেন তাঁরা।
নাসা’র মহাকাশচারী জেল লিন্ডগ্রেন জানিয়েছেন, স্পেশ স্টেশনে রয়েছে জিনিয়া ফুলের বীজ। সূর্যমুখী গোত্রের একটি ফুল জিনিয়া। এই প্রথম ফুলের চাষ করার চেষ্টা হচ্ছে স্পেস স্টেশনে। এমনটাই জানাল হল নাসার তরফে। জিনিয়া ফুল ফুটলে বোঝা যাবে আর কোন কোন ফুল মহাকাশে ফোটানো সম্ভব। কেনেডি স্পেস সেন্টারের এক গবেষকের কথায় মহাকাশে লেটুসের মত শাক চাষ করার থেকে ফুল চাষ করা অনেক বেশি কঠিন। ঠিকমত আলো দেওয়া সহ অন্যান্য পরিবেশ তৈরি করা শক্ত।
৬০ দিনে জিনিয়া গাছ বড় হয়ে যাবে। বড় হওয়ার সময় ১০ ঘণ্টা জ্বালানো হবে এলইডি লাইট। ২০১৭ তে মহাকাশে ওই গবেষণাগারে টমাটো তৈরি করা হবে বলেও জানা গিয়েছে।