ইবি ভর্তি পরীক্ষায় বিশেষ কোটায় ভর্তির আবেদন শুরু

আপডেট: ২০১৫-১১-২৩ ১৬:৩৫:৩০


IUইসলামী  বিশ্ববিদ্যালয় ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক সম্নান প্রথম বর্ষের ভর্তি পরিক্ষায় বিশেষ কোটায় আবেদন শুরু আগামীকাল ২৪শে নভেম্বর থেকে। চলবে আাগামী ৩০ তারিখ পর্যন্ত। বিশ্ববিদ্যালয় অফিস সুত্রে এক বিজ্ঞপিতে জানা যায়। মুক্তিযোদ্ধা, উপজাতি,নৃ-গোষ্ঠী,খেলোয়ারসহ বিভিন্ন কোটায় আাবেদন করতে পারবে।

বিশ্ববিদ্যালয় সুত্রে জানা যায়,২০১৫-১৬ শিক্ষাবর্ষেস্নাতক সম্মান প্রথম বর্ষের বিশেষ কোটায় ভর্তির আাবেদন আাগামী ২৪শে নভেম্বর থেকে শুরু হয়ে তা চলবে আাগমী ৩০ নভেম্বর পর্যন্ত।এ বছর পৌষ্য কোটা বাদে ১২১ টি আাসনের বিপরীতে আাবেদন করতে পারবে।

সরকারি  সিদ্ধান্ত অনুযায়ী মোট আসনের ৫% মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি করা হবে। উপজাতি/ক্ষুদ্র-জনগোষ্ঠী/নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জন্য ১০ টি,হরিজন দলিত সম্প্রদায়ের জন্য ২টি,শারিরীক প্রতিবন্ধী দের জন্য ১৫টি,খেলোয়ার কোটায় ১০ টি আসন নির্ধারিত। এসব কোটায় ভর্তিচ্ছুরা নুন্যতম পাশ নম্বর ও বিভাগীয় শর্ত পুরণ করলে আাবেদন করতে পারবে।এছাড়া পৌষ্য হিসেবে শিক্ষক,কর্মকর্তা,কর্মচারীদের পুত্র সন্তান স্বমী-স্ত্রীরা নির্ধারিত আসনের বাইরে ভর্তি হতে পারবে।

বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি পরিক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কোটার জন্য নির্ধারিত উপ কমিটি কতৃক নির্বাচনের পর আগামী ২১ শে ডিসিম্বরের মধ্যে ভর্তি করা হবে।

সানবিডি/ঢাকা/তারিক/এসএস