লুজারে বস্ত্র খাতের ৩ কোম্পানি
প্রকাশ: ২০১৫-১১-২৩ ১৯:২৩:১০
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার টপটেন লুজার তালিকায় উঠে এসেছে বস্ত্র খাতের কোম্পানি। আজ তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে ৩টি রয়েছে বস্ত্র খাতের। কোম্পানি ৩টি হচ্ছে- হামিদ ফেব্রিকস লিমিটেড, মর্ডার্ণ ডায়িং অ্যান্ড স্ক্রীন প্রিন্টিং লিমিটেড এবং জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, সোমবার হামিদ ফেব্রিকস লিমিটেড লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর কমেছে ২ টাকা ২ পয়সা বা ৯ দশমিক ৭৮ শতাংশ। আজ শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ২০ টাকা ৩০ পয়সা দরে। এদিন কোম্পানির ৫ লাখ ১ হাজার ৫১৩টি শেয়ার ৪৮৪ বারে লেনদেন হয়।
বস্ত্র খাতের মর্ডার্ণ ডায়িং অ্যান্ড স্ক্রীন প্রিন্টিং লিমিটেড ১০ টাকা ৪ পয়সা বা ৮ দশমিক ৭৯ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ১০৭ টাকা ৯০ পয়সা দরে। এদিন কোম্পানির ৫ হাজার ৫৮১টি শেয়ার ১০৭ বারে লেনদেন হয়।
জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেড ৫ পয়সা বা ৫ দশমিক ০৫ শতাংশ কমে লুজারের ষষ্ঠ স্থানে রয়েছে।
এছাড়া লুজারে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বিডি অটোকারস, জেমিনি সি ফুড, কে অ্যান্ড কিউ, রিলায়েন্স ইন্স্যুরেন্স, অ্যাপেক্স ফুডস এবং হাক্কানী পাল্প অ্যান্ড পেপার।