সৌমিত্র ও শীর্ষেন্দু পা রাখছেন ঢাকায়
আপডেট: ২০১৫-১১-২৩ ১৯:৪৬:২৭
কলকাতার বাংলা ছবির প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এবং দুই বাংলার জনপ্রিয় কথাশিল্পী শীর্ষেন্দু মুখোপাধ্যায় আগামীকাল মঙ্গলবার ঢাকায় আসছেন। ওইদিন সন্ধ্যায় রাজধানীর গুলশানের অল কমিউনিটি ক্লাবে এক আনন্দ-আড্ডায় অংশ নেবেন তাঁরা।
একটি নিউজপোর্টালের যাত্রা উপলক্ষে ‘কথা-কবিতা-গান’ শিরোনামে এক আনন্দ-আড্ডার আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
আয়োজকরা জানিয়েছেন এই আনন্দ-আড্ডায় দেশের বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী ও সংস্কৃতিসেবীরা অংশ নেবেন।
সানবিডি/ঢাকা/রাআ