নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে একজন খুন
প্রকাশ: ২০১৫-১১-২৩ ২০:০৮:২৩
নড়াইলের কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রানা মোল্যা (৩০) নামে এক যুবক ঘুন হয়েছেন। এসময় তার কাছে থাকা ভ্যানচালক হাশেম শেখ (৪২) মারাত্নক আহত হয়েছেন। আশংকাজন অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, চাচুড়ি ইউনিয়নের বর্তমান আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান লুত্ফর রহমানের সাথে কালিয়া থানা আওয়ামীলীগের সভাপতি হারুন-অর-রশীদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গণ্ডগোল চলে আসছিলো। প্রায় দেড়মাস আগে রঘুনাথপুর বাজারে কেরাম খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে, এ ঘটনাটি স্থানীয় এমপিসহ স্থানীয়রা মেটানোর চেষ্টা করলে তা ব্যর্থ হয়। সোমবার বিকালে ভাড়ায় মটর সাইকেল চালক রানা মোল্যা রঘুনাথপুর ব্রীজের কাছে আসলে প্রতিপক্ষ চাচুড়ী ইউপি চেয়ারম্যান লুত্ফর রহমানের লোকেরা রানা মোল্যা ও হাশেম শেখকে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া করে এবং এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এর মধ্যে নড়াইল সদর হাসপাতালে পৌঁছানোর পর রানা মোল্যা মারা যায়। আশংকাজন অবস্থায় হাশেম শেখকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।