প্রাইম ফাইন্যান্স ফান্ডের মেয়াদ বেড়েছে ৩ বছর

প্রকাশ: ২০১৫-১১-২৪ ১৪:২৫:০৯


mutual-fundপুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের মেয়াদ আরও ৩ বছর বাড়ানো হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ মেয়াদ বাড়ানোর বিষয়ে অনুমোদন দিয়েছে বলে জানায় ফান্ডের সম্পদ ব্যবস্থাপক আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।  ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে আরও জানা গেছে, আগামী ২০১৬ সালের ১৪ মার্চ ৭ বছর মেয়াদ পূর্ণ হবে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের। ফলে ১৫ মার্চ থেকে ফান্ডটির লেনদেন বন্ধ হয়ে যাবে পুজিঁবাজারে। এ কারণে কমিটি তিন-চতুর্থাংশ ইউনিটহোল্ডারদের সম্মতিতে ফান্ডের মেয়াদ বাড়ানোর জন্য বিএসইসিতে আবেদন করে। আবেদনের প্রেক্ষিতে ফান্ডটির মেয়াদ ৩ বছর বাড়িয়েছে বিএসইসি।

ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক কোম্পানি আইসিবি এ্যাসেট ম্যানেজমেন্ট জানায় এরপর আর মেয়াদ বাড়ানো হবে না।

এছাড়া ১০ বছর পূর্ণ হলে ইউনিটহোল্ডারদের সম্মতি নিয়ে ফান্ডটি অবসায়ন বা বেমেয়াদি ফান্ডে রূপান্তর করতে হবে।

উল্লেখ্য, ২০০৯ সালে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।