জনপ্রিয় হয়ে উঠছে মোবাইলে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০১-০১ ১২:২২:৩৮


পুঁজিবাজার বিকাশে মোবাইলের মাধ্যমে লেনদেন ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অ্যাপ চালুর পর থেকেই ক্রমবর্ধমান হারে বাড়ছে মোবাইলে লেনদেন ব্যবহারকারীর সংখ্যা। ২০১৯ সালের ডিএসই-মোবাইল অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা দাঁড়ায় ৫১,১৯৯ জনে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে।

জানা গেছে, ২০১৬ সালের ৯ মার্চে সংযোজন হয় ডিএসই-মোবাইল অ্যাপ। ২০১৯ সালে মোবাইলের মাধ্যমে মোট ৭০ লাখ ৯৬ হাজার ৮৭৮টি আদেশ প্রেরণ করে৷ এর মধ্যে ৪৯ লাখ ৬১ হাজার ৬২৯টি আদেশ কার্যকর হয়৷

সানবিডি/এসকেএস