বৃহস্পতিবার যেসব এলাকায় গ্যাস থাকবে না

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-০১ ১৬:৫৯:৩২


ঢাকা থেকে নারায়ণগঞ্জ সড়কের উভয়পাশের বাসিন্দারা আগামীকাল গ‌্যাস পাচ্ছেন না। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধা ৭টা পর্যন্ত এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার দুপুরে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা-নারায়নগঞ্জ রোডের উভয় পাশের এলাকায় (তালতলা মোড় হতে জালকুড়ি, রসুলপুর বৌ-বাজার, পাগলা বাজার হতে নন্দলালপুর, ফতুল্লা পোস্ট অফিস রোড, শিবু মার্কেট হয়ে হাজীগঞ্জ মোড় ও তৎসংলগ্ন এলাকার) সকল আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তবে কেন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে সে বিষয়ে কিছু জানানো হয়নি।
সানবিডি/ঢাকা/এসএস