এনসিসি ব্যাংকের “ইংরেজী নববর্ষ-২০২০” উদযাপন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-০১ ১৭:১১:২২
এনসিসি ব্যাংক “ইংরেজী নববর্ষ-২০২০” উদযাপন করেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ্ উদ্দীন আহমেদ অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দের সাথে কেক কেটে নববর্ষ উৎযাপন করেন।
বুধবার (১ জানুয়ারী) এনসিসি ব্যাংক “ইংরেজী নববর্ষ-২০২০” উদযাপন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির, এসইভিপি এবং হেড অব অপারেশন্স মুহাম্মদ এইচ.কাফী, এসইভিপি এবং সিএফও মোহাম্মদ মিজানুর রহমান এফসিএ, এসইভিপি এবং হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট এম. শামসুল আরেফীন, এসইভিপি ও হেড অব আইটি হার্ডওয়ার ও ইনফ্রাস্ট্রাকচার বিভাগ ইঞ্জিনিয়ার শামসুর রহমান চৌধুরী, ইভিপি এবং কোম্পানী সচিব মনিরুল আলম, ইভিপি এবং হেড অব মার্কেটিং ও শাখা বিভাগ আবদুল্লাহ্ আল-কাফী মজুমদার, ইভিপি এবং হেড অব আইটি বিজনেস সাপোর্ট বিভাগ মোঃ ইউনুস খান, ইভিপি এবং বৈদেশিক বাণিজ্য শাখার ব্যবস্থাপক মঞ্জুরুল করিমসহ বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ্ উদ্দীন আহমেদ এ সময় ব্যাংকের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ’কে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা জানান এবং বিগত বছরের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পরিচলন মুনাফা অর্জন করায় সকলকে অভিনন্দন জানান। নতুন বছরেও ব্যাংকের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সানবিডি/ঢাকা/এসআই