কেরামবোর্ড চাপা পড়ে শিশুর মৃত্যু
আপডেট: ২০১৫-১১-২৪ ২০:১০:০৬
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পাটাচোরা গ্রামে কেরামবোর্ড চাপা পড়ে মরিয়ম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর দেড়টার টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মরিয়ম চুয়াডাঙ্গার দামুড়হুদার পাটাচোরা গ্রামের মহসিন আলীর মেয়ে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২ টার দিকে শিশু মরিয়ম খাতুন ঘরে থাকা কেরাম বোর্ডের পাশে খেলা করছিল। এসময় কেরামবোর্ড চাপা পড়ে সে গুরুতর আহত হয়।
পরবর্তীতে তাকে বাড়ির সদস্যরা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন জানান, এ ব্যাপারে আমি এখনও কিছুই জানতে পারিনি।
সানবিডি/ঢাকা/রাআ