বার্ষিক লেনদেনের শীর্ষে ইউনাইটেড পাওয়ার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০১-০২ ১৫:২৮:০৭


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০১৯ সালে বার্ষিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ইউপিজিডিসিএল)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির বছরজুড়ে ৩ দশমিক ৪৬ শতাংশ লেনদেন হয়েছে। কোম্পানিটির পিই ছিলো ১৮.২।

লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে থাকা ফরচুন সুর ২ দশমিক ২২ শতাংশ লেনদেন হয়েছে। কোম্পানিটির পিই ছিলো ৬।

২ দশমিক ২০ শতাংশ লেনদেন হয়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে মুন্নু সিরামিক। কোম্পানিটির পিই ছিলো ২৯.৯।

লেনদেন তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- স্কয়ার ফার্মার ২ দশমিক ০২ শতাংশ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির ১ দশমিক ৭৯ শতাংশ, ব্রাক ব্যাংকের ১ দশমিক ৭৮ শতাংশ, গ্রামীন পোনের ১ দশমিক ৬৬ শতাংশ, ন্যাশনাল টিউবসের ১ দশমিক ৪৩ শতাংশ, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসের ১ দশমিক ৪৩ শতাংশ ও খুলনা পাওয়ারের ১ দশমিক ৩৩ শতাংশ লেনদেন হয়েছে।

সানবিডি/এসকেএস