বাণিজ্য মেলায় ভোক্তা অধিকারে অভিযোগে মিলবে প্রতিকার
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-০৪ ১২:৫৪:১১
২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় (ডিআইটিএফ) অংশ নেওয়া কোনো প্রতিষ্ঠান নকল পণ্য বিক্রি ও অতিরিক্ত দাম রাখলে অভিযোগ করে এর প্রতিকার পাবেন গ্রাহকেরা।
বাণিজ্য মেলার কার্যালয়ের পাশেই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের স্টলে অভিযোগ করলেই এ প্রতিকার পাওয়া যাবে। তবে অবশ্যই অভিযোগ প্রমাণিত হতে হবে।
ভোক্তা অধিকার রক্ষায় মেলায় এ স্টল দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত অধিদপ্তরের দুই টিম সার্বক্ষণিক কাজ করছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গবেষণাগারের পরীক্ষক রিয়াদুল ইসলাম বাংলানিউজকে বলেন, নকল পণ্য, দাম বেশি রাখাসহ গ্রাহক প্রতারিত হলে এ স্টলে অভিযোগ করতে পারবেন। অভিযোগ প্রমাণিত করলেই পাবেন তাৎক্ষণিক প্রতিকার। তিনি বলেন, মেলায় আমাদের দুইটি টিম কাজ করছে। যেকোনো গ্রাহক অভিযোগ করলে আমরা দ্রুত ব্যবস্থা নেবো।
মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) শুরু হয়েছে গত ১ জানুয়ারি। যা চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। এ বছর ২১টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস