কুকুর উদ্ধার করলো ৬০০ বোতল ফেনসিডিল
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-০৫ ০৯:৪০:১৯
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা সাধারণ দৃষ্টিতে কাভার্ড ভ্যানটিতে কোনো ধরণের সমস্যা দেখতে পাননি। দায়ীত্বরত অবস্থায় তল্লাশি চালিয়েও সন্দেহজনক কিছু চোখে পড়েনি। পরে বিজিবির প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর গোপন স্থান থেকে ঠিকই ফেনসিডিলের সন্ধান বের করে।
যশোর সদর উপজেলায় ঘটেছে এ ঘটনা। কাভার্ডভ্যানটির গোপন স্থানে লুকিয়ে রাখা প্রায় ৬শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
এর আগে শনিবার গোপন সূত্রে খবর পেয়ে উপজেলার নতুনহাট বাজার এলাকা থেকে কাভার্ডভ্যানটি জব্দ করা করে বিজিবি ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা। পরে সাংবাদিকদের সামনে বিজিবির প্রশিক্ষিত একটি জার্মান শেফার্ড কাভার্ডভ্যানের কেবিনের মধ্যে লুকিয়ে রাখা ৫৮৭ বোতল ফেনসিডিল খুঁজে বের করে।
৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই ফেনসিডিল পাচারের সঙ্গে আমদানিকারক, সিঅ্যান্ডএফ সদস্যরা জড়িত কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।
কাভার্ডভ্যানের চালক বিপুল মিয়া (২৮) পালিয়ে যেতে সমর্থ হলেও হেলপার মেহেদী হাসানকে (২০) আটক করা হয়েছে।
এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।