৮ জানুয়ারি শুরু থেকে হবে দুপুর সাড়ে ১২টায়
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-০৬ ১৭:৩০:৩৬
আগামী ৮ জানুয়ারি (বুধবার) সকাল ১০টার পরিবর্তে দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কাউন্টডাউন শুরুর দিন ১০ জানুয়ারি (শুক্রবার) বন্ধ থাকবে মেলা।
মেলার আয়োজক প্রতিষ্ঠান রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পক্ষ থেকে সোমবার বিকেল ৪টার দিকে মেলা প্রাঙ্গণের মাইক থেকে এ ঘোষণা দেয়া হয়।
ইপিবির পক্ষ থেকে জানানো হয়, বুধবার মেলার গেট সকাল ১০টার পরিবর্তে দুপুর সাড়ে ১২টায় খোলা হবে। এরপর যথারীতি রাত ১০টা পর্যন্ত চলবে বাণিজ্য মেলা। ১০ জানুয়ারি (শুক্রবার) সারাদিন বাণিজ্য মেলা বন্ধ থাকবে। এরপর শনিবার থেকে বাণিজ্য মেলার কার্যক্রম যথারীতি নির্ধারিত সময় অনুযায়ী চলবে।
বুধবারের সময় পরিবর্তনের কারণ জানা না গেলেও ইপিবির একটি সূত্র জানায়, সেদিন সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর একটি অনুষ্ঠান রয়েছে। নিরাপত্তাজনিত কারণ বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হতে পারে।
এর আগে মেলার আয়োজক প্রতিষ্ঠান ইপিবির উপ-পরিচালক এবং মেলার সদস্য সচিব আব্দুর রউফ জাগো নিউজকে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কাউন্টডাউন শুরুর দিন আগামী ১০ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওইদিন বাণিজ্য মেলা বন্ধ থাকবে।
বরাবরের মতো এবারও বছরের প্রথম দিন ১ জানুয়ারি শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মাসব্যাপী এ বাণিজ্য মেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবারের মেলায় বাংলাদেশের পাশাপাশি থাইল্যান্ড, ইরান, তুরস্ক, নেপাল, চীন, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, হংকং, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, জার্মানি, অস্ট্রেলিয়া, ভুটান, ব্রুনাই, সংযুক্ত আরব আমিরাত, ইতালি ও তাইওয়ানের প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
মেলায় ক্রেতারা যে সব পণ্য কিনতে পারবেন তার মধ্যে অন্যতম দেশীয় বস্ত্র, মেশিনারিজ, কার্পেট, কসমেটিকস অ্যান্ড বিউটি এইডস, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিকস, পাট ও পাটজাত পণ্য সামগ্রী, চামড়া/আর্টিফিসিয়াল চামড়া ও জুতাসহ চামড়া জাত পণ্য, স্পোর্টস গুডস, স্যানিটারিওয়্যার, খেলনা, স্টেশনারি, ক্রোকারিজ, প্লাস্টিক সামগ্রী, মেলামাইন সামগ্রী, হারবাল ও টয়লেট্রিজ, ঘড়ি, হোম অ্যাপ্লায়েন্স, ইমিটেশন জুয়েলারি, সিরামিকস, টেবলওয়্যার, ক্যাবল, প্রক্রিয়াজাত খাদ্য, ফাস্টফুড, আসবাবপত্র ও হস্তশিল্পজাত পণ্য, উপহার সামগ্রী, কনস্ট্রাকশন সামগ্রী, হোম ডেকর, বেকারি পণ্য, বিদেশি বস্ত্র ইত্যাদি।
সানবিডি/ঢাকা/এসএস