লেনদেনের শীর্ষে এডিএন টেলিকম
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-০১-০৭ ১৫:৪৬:৪০
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে এডিএন টেলিকম লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এদিন কোম্পানিটির ২৭ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে উঠে আসা লাফার্জহোলসিমের শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ৬ লাখ টাকার।
১৫ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে আসে ব্র্যাক ব্যাংক।
লেনদেন তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে : খুলনা পাওয়ার, স্ট্যান্ডার্ড সিরামিক, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, এসএস স্টিল, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, পূবালী ব্যাংক এবং সিটি ব্যাংক।
সানবিডি/এসকেএস