ওয়ার্ড কাউন্সিলরের বাড়িতে গণধর্ষণ, গ্রেফতার ৩

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-০৭ ১৬:০৩:৫৫


রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার ওয়ার্ড কাউন্সিলরের বাড়িতে এক স্কুলছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগের পর ওই বাড়িতে অভিযান চালিয়ে কাউন্সিলরের ছেলেসহ তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার (০৭ জানুয়ারি) সকালে গোদাগাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতার হওয়া তিনজন হলেন- গোদাগাড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহীদুল ইসলামের ছেলে পৌরসভার শ্রীমান্তপুর এলাকার অধিবাসী ওসমান গণি নুর (১৬), খন্দকার মো. ওবাইদুল হকের ছেলে রিদুয়ার আলী খন্দকার (১৬) ও পৌরসভার জোদগোমাইদাস এলাকার মোস্তফার ছেলে তারেক রহমান (১৭)। তারা সবাই গোদাগাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী।

মামলা সূত্রে জানা গেছে, স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ওসমানের। বিয়ের কথা বলে ওই স্কুলছাত্রীকে সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলামের বাড়িতে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে ওই বাড়িতেই তাকে ধর্ষণ করা হয়।

আরও পড়ুন: ভারতের জেএনইউ হামলা: আহতদের বিরুদ্ধে পুলিশের মামলা

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, ‘অভিযোগ পাওয়ার পর রাতেই ওই বাড়িতে অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়। মঙ্গলবার এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা তিনজনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেছেন। এই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার আসামিদের আদালতে পাঠানো হবে।’

তিনি আরো বলেন, ‘ ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।’ ডাক্তারি পরীক্ষা শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে জানান তিনি।
সানবিডি/ঢাকা/এসএস