পরিবর্তন সাপেক্ষে সাইবার নিরাপত্তা নির্দেশিকা অনুমোদন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০১-০৭ ১৭:১০:১৩
পুঁজিবাজারের জন্য সাইবার নিরাপত্তা নির্দেশিকা পরিবর্তন সাপেক্ষে অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার বিএসইসির ৭১৪তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কিছু সংশোধন ও পরিবর্তন সাপেক্ষে পুঁজিবাজারের জন্য সাইবার নিরাপত্তা নির্দেশিকা অনুমোদন করা হয়েছে।
সানবিডি/এসকেএস