নতুন সময়সূচিতে চলছে রেল

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-১১ ১০:২২:১৬


ঘোষিত নতুন সময়সূচি অনুযায়ী চলাচল করছে বাংলাদেশ রেলওয়ে। শ্রক্রবার পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল রেলওয়ে একযোগে নতুন ৫২ নং ওয়ার্কিং টাইম টেবিল (ডব্লিউটিটি) চালু করে। নতুন টাইম টেবিল অনুযায়ী, সারা দেশের ৬৬টি আন্তঃনগর ট্রেনের যাত্রা শুরু ও গন্তব্যে পৌঁছার সময় পরিবর্তন হয়েছে। আন্তঃনগর ছাড়াও মেইল, এক্সপ্রেস ও লোকাল ট্রেনের সময়সূচিতেও বড় পরিবর্তন এসেছে।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, নতুন টাইম টেবিল অনুযায়ী চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস গতকাল বিকাল ৪টা ৩০ মিনিটের পরিবর্তে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায়। ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস সকাল ৮টা ১৫টার পরিবর্তে ৮টা ৩০ মিনিটে এবং সিলেটগামী জালালাবাদ এক্সপ্রেস সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের পরিবর্তে ৮টা ১৫ মিনিটে চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায়। এছাড়া ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস বেলা ৩টার পরিবর্তে বিকাল ৪টা ৩০ মিনিটে ছেড়ে গেছে। পূর্বাঞ্চলের পাশাপাশি পশ্চিমাঞ্চল রেলের ট্রেনগুলোও নতুন সময়সূচিতে চলাচল করেছে গতকাল।

রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট এএমএম শাহনেওয়াজ জানান, রেলে নতুন সময়সূচি কার্যকর করা হয়েছে। শুক্রবার সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া বিভিন্ন ট্রেনের যাত্রীদের মাঝে ফুলের শুভেচ্ছা ছাড়াও নতুন সময়সূচির লিফলেট বিতরণ করেন রেলের বাণিজ্যিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নতুন শিডিউল যাত্রীদের চাহিদা অনুসারে করায় আগামীতে রেল ভ্রমণের সংখ্যা বাড়বে বলে আশা করছেন তিনি।

রেলের নতুন ডব্লিউটিটি পর্যালোচনায় দেখা গেছে, পূর্বাঞ্চলে ৪৮টি ট্রেনের মধ্যে ২৭টি এবং পশ্চিমাঞ্চলের ৫৬টি ট্রেনের মধ্যে ৩৯টি ট্রেনের সময়সূচি পরিবর্তন হচ্ছে। যাত্রা শুরুর সময় পরিবর্তনের পাশাপাশি গন্তব্যে পৌঁছার সময়ও বাড়ছে অধিকাংশ ট্রেনের। এছাড়াও নতুন টাইম টেবিলে সিংহভাগ ট্রেনের রানিং টাইম (প্রারম্ভিক স্টেশন থেকে গন্তব্যে পৌঁছার সময়) বেড়েছে। এর আগে ২০১৭ সালের ১ মার্চ সর্বশেষ ৫১ নম্বর টাইম টেবিল কার্যকর করেছিল রেলওয়ে। গতিবেগ কমে যাওয়া ও সেকশনাল ক্যাপাসিটি না বাড়িয়ে ট্রেন বৃদ্ধির কারণে ট্রেনগুলোর রানিং টাইম বাড়ছে। এতে রেল সেবার মানে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন রেলওয়ে সংশ্লিষ্টরা।

নতুন প্রবর্তিত টাইম টেবিলে সবচেয়ে আলোচিত ছিল ঢাকা-চট্টগ্রাম রুটের সুবর্ণ এক্সপ্রেসের (বিরতিহীন) সময়সূচি। শুরুতে চট্টগ্রাম থেকে ঢাকামুখী সুবর্ণ এক্সপ্রেসের যাত্রার সময় ৭টার পরিবর্তে ৮টা করা হয়েছিল। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে নতুন সময়সূচি নিয়ে সমালোচনার মুখে শেষ পর্যন্ত ট্রেনটির যাত্রার সময় সকাল ৭টায় রাখা হয়েছে। চট্টগ্রাম থেকে ঢাকায় মাত্র ৫ ঘণ্টা ১০ মিনিটে পৌঁছে অনেক যাত্রী বিকালেই চট্টগ্রাম ফেরত আসত এ ট্রেনটিতে ভ্রমণের মাধ্যমে।

সানবিডি/এনজে