২০২০ জনকে নিয়ে উদ্যোক্তা সামিট
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-১১ ১৩:৫১:৩৬
২০২০ জন উদ্যোক্তা নিয়ে ‘FuturPrenur sammit- ২০২০ ’ আয়োজন করেছে চায়না বাংলাদেশ বিজনেস ক্লাব।
কর্মসংস্থানের তৈরি, সরকারি-বেসরকারি সহযোগিতার পূর্ণ বাস্তবায়ন, অভ্যন্তরীণ ও বৈদেশিক বাজারে দেশীয় পণ্যের চাহিদা তৈরি, শিল্পনির্ভর অর্থনীতির বিকাশ, বৈদেশিক বিনিয়োগ নিশ্চিত করণ ও ডিজিটাল উদ্যোক্তা নির্ভর সমাজ গঠন করার উদ্দেশ্য বাস্তবায়নই এই সামিটের লক্ষ্য।
শনিবার ঢাকা রিপোটার্স ইউনিটি( ডিআরইউ) তে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চায়না বাংলাদেশ বিজনেস ক্লাবের প্রেসিডেন্ট মো. আবদুল মোমেন।
তিনি জানান, ২৪ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ম্যারিয়ট কনভেনশন সেন্টার ধানমন্ডিতে এই সামিট অনুষ্ঠিত হবে। ‘উদ্যোক্তারাই ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কারিগর ’ এই স্লোগানকে ধারণ করে এই সামিট হবে।
সামিটে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন। অনুষ্ঠানের কি-নোট স্পিকার হিসেবে থাকবেন জুনায়েদ আহমেদ পলক।
সানবিডি/ঢাকা/এসএস